empty
 
 
14.05.2025 01:33 PM

আরও একবার প্রমাণিত হলো যে, InstaForex বৈশ্বিক ফরেক্স ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে নিজের অবস্থান যথার্থভাবেই ধরে রেখেছে। মানি এক্সপো আবু ধাবি ২০২৫-এ আমাদের প্রতিষ্ঠানকে "ফরেক্স ব্রোকার অব দ্য ইয়ার" শিরোপায় ভূষিত করা হয়েছে।

মানি এক্সপো আবু ধাবি হচ্ছে ট্রেডিং ও আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ইভেন্ট। এই ইভেন্টটি ২৩–২৪ এপ্রিল আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়, যেখানে ৩,০০০-এরও বেশি দর্শনার্থী একত্রিত হন—এর মধ্যে ছিলেন বিনিয়োগকারী, ট্রেডার, ফিনটেক কোম্পানির প্রতিনিধি এবং গণমাধ্যমের সদস্যরা।

আমরা গর্বিত যে, এই এক্সপোতে আমরা ডায়মন্ড স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছি। এটি আমাদের কাছে শুধুমাত্র একটি সম্মানজনক শিরোপাই নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে আমাদের প্রতি প্রদর্শিত আস্থা ও স্বীকৃতির একটি দৃঢ় প্রমাণ। "ফরেক্স ব্রোকার অব দ্য ইয়ার" পুরস্কার অর্জন আমাদের গৃহীত কার্যকর পদক্ষেপ, উচ্চমানের প্রতি অঙ্গীকার এবং নিরবচ্ছিন্ন অগ্রগতির চেতনারই প্রতিফলন।

আমরা আমাদের সম্মানিত গ্রাহক, পার্টনার এবং এই ইভেন্টের সকল অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি—আপনাদের বিশ্বাস ও সহযোগিতার ফলেই এই বিজয় অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য আমাদের সকলের, যারা InstaForex-এর সঙ্গে একসাথে এগিয়ে চলেছে!


খবরের তালিকায় ফিরে যান


অন্যান্য কোম্পানি সংবাদ

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.
Widget callback